চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ সাইফুল ইসলাম (৩৭) ও নাসির উদ্দিন (৩১) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম চট্টগ্রাম জোরারগঞ্জ থানাধীন মাধ্যম আজমনগর এলাকার মৃত হাজী নুর সোবাহানের ছেলে এবং নাসির উদ্দিন চট্টগ্রাম একই থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকার জহির উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে আরো জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকার পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চলাকালে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে কারটি থামিয়ে কৌশলে দুইজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করে র্যাব সদস্যরা।
পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে প্রাইভেটকারের ড্রাইভারের সিটের নিচে বিশেষ কৌশলে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো ৮টি প্যাকেটের ভিতর হতে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলাতম সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।