প্রস্থানের পথে

সিমলা চৌধুরী | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

জীবনের সব লেনদেন ঘুচিয়ে দিয়ে

চলে গেলে কোন সুদূরের প্রস্থানের পথে।

যে স্মৃতিপট এঁকে গেছো আমাদের মনে

জানবে না কত ভারী সেই স্মৃতি বয়ে যাওয়া।

চলে গিয়ে ও রয়ে গেছো দিনলিপিতে

শুয়ে আছো নরম কচি সবুজ ঘাসের পাতে।

প্রতি সন্ধ্যায় মন্দিরের ঘন্টা যেমন বাজে

ইচ্ছে করে তেমন করে বাবা তোমায় ডাকি

প্রতি সকাল, প্রতি সাঁজের বেলায়।

ইচ্ছে করে তোমায় ডাকি মহাকাশ বিদীর্ণ করে।

কিন্তু ইচ্ছের মৃত্যু হয় প্রতিনিয়ত

আত্মচিৎকার রূপে হৃদয় গহীনে হয় প্রতিধ্বনিত,

কেউ জানেনা, কেউ শোনেনা, শুধু আমি জানি

তুমিও ঠিক শুনছো যেথায় যেখানে আছো।

সদা আলোকিত তুমি পবিত্র এক আত্মা

জানি স্বর্গসুখে তাই রেখেছে আরাধ্য পরমাত্মা।

কি মহাসুখে মহারাজার মতো ঘুমিয়ে আছো,

তোমার অতি প্রিয় সেগুন গাছের নিবিড় ছায়ায়।

আজীবন স্নেহের বটবৃক্ষের মতো জড়িয়ে রাখা

তুমি এখনো আছো আমাদের পরম মায়ায়।

ভালোবেসেছ স্বদেশ ও দেশের জাতীয় পতাকা

ভালবেসেছ মানুষ, নিজের গ্রাম সবুজে ঢাকা।

আমাদের নিজস্বকালের সুখদুঃখের যত স্মৃতি

রেখেছি সযতনে, দুর্লভ,অমূল্য ধাতুর মত।

ভালো থাকো, যেখানেই থাকো, স্বর্গ সুখে থাকো

সেখান থেকেই আমাদের সদা আশীর্বাদে রাখো।

পূর্ববর্তী নিবন্ধসেই সোনালি স্মৃতির ভিড়ে
পরবর্তী নিবন্ধআল্লাহভীতি মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন