প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ এশিয়া কাপে ফাইনালে খেলেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু সে ম্যাচে ভারতের সাথে আর পেরে উঠেনি। ফলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবার বিশ্বকাপ খেলতে মালয়েশিয়ায় রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ নারী দলের সদস্যরা। সেখানে বিশ্বকাপের আগেও প্রস্তুতি সারলো ভালোভাবে। সুপার ওভারে ইংল্যান্ড অনূর্ধ্ব১৯ নারীদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে বাংলার কিশোরীরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংল্যান্ডের মেয়েরা। পরে ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারালেও ২০ ওভার খেলে ঠিকই ১১৩ রান করে বাংলাদেশ নারী অনূর্ধ্ব১৯ দল। ম্যাচ টাই হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। এরপর সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান করে ইংলিশরা। কোন উইকেট না হারিয়ে ৬ বলে বাংলাদেশ করে ১১ রান। আর তাতেই দারুন এক জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল বাংলাদেশ নারী অনূর্ধ্ব১৯ দল।

শুরুতে ব্যাট করা ইংল্যান্ডের হয়ে ২৪ বলে ২৮ রান করেন প্রিশা থানওয়ালা। ১৯ বলে ২৩ রান আসে টিল্লে কোর্টেন কোলম্যান। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আনিশা আক্তার সোবা। ২ উইকেট নিয়েছেন ফাহমিদা ছোঁয়া। ১১৪ রান তাড়া করতে নেমে উইকেটরক্ষক জুয়াইরিয়া ফেরদৌস ১৭ বলে ২০ রান করেন। এছাড়া সাদিয়া আক্তারের ব্যাটে ১৬ বলে আসে ২০ রান। বাংলাদেশের শেষ ব্যাটার নিশিতা আক্তার নিশি ইনিংসের শেষ বলে ১১৩ রানে থাকা অবস্থায় আউট হন। আর তাতেই ম্যাচ হয়ে যায় টাই। এরপর সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ৩ বলে ৮ রান করেন সাদিয়া আক্তার, ৩ বলে ৩ রান করেন জুরাইয়া ফেরদৌস। বাংলাদেশের হয়ে সুপার ওভারে বল করেন হাবিবা ইসলাম পিংকি। ৯ রান দিয়ে তিনি তুলে নেন ডেভিনা পেরিনের উইকেট।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসীমানা ছোট হবে না জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে