প্রসঙ্গ: প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশ

মিতা পোদ্দার | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষকদের প্রাণের দাবিতে আগামী ৩০ তারিখ ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশের ডাক দিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সমাবেশে শিক্ষকরা যে তিন দফা দাবি উত্থাপন করবেন তার মধ্যে প্রধান হলো, ‘বেতন গ্রেড উন্নীতকরণ’ এবং ‘সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন’ শতভাগ পদোন্নতি। আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। সেই আমাদেরকেই রাখা হয় সবার নিচে। যুগ যুগ ধরে আমরা নীরবে শ্রম বিলিয়ে যাচ্ছি। অথচ যোগ্য সম্মান আমাদেরকে দেওয়া হচ্ছে না। যে বৈষম্যের জন্য সংস্কারের ব্যবস্থা। কোথায় সেই সংস্কার? জাতির কাছে আমার একটাই প্রশ্ন ২০০ টাকা দিয়ে এক মাস কীভাবে একজন শিক্ষক টিফিন খাবে? দৈনিক কত টাকা বা পয়সা করে পড়ছে ভেবে দেখেছেন একটি বার? আমাদের বিবেক সত্যিই অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

উন্নত বিশ্বে শিক্ষকদের সুযোগসুবিধার দিকে লক্ষ্য করলে বোঝা যায় সত্যিকার পক্ষে এরাই শিক্ষক। এদের বেতন বেশ ভালো এবং তাদের সম্মান ও মর্যাদা অনেক বেশি। বেতন, ভাতা, আবাসন, চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগসুবিধা উন্নত দেশগুলোতে শিক্ষকদের জন্য একটি আকর্ষণীয় পেশা তৈরি করে। এছাড়াও পেশাগত উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগও শিক্ষকদের জন্য একটি পজেটিভ চেতনার জন্ম দেয়। উন্নত দেশগুলোতে শিক্ষকদের বেতন ও অন্যান্য ভাতা বেশ আকর্ষণীয় হয়ে থাকে। সাধারণত, শিক্ষকদের বেতন তাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ধরনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

তাহলে একটিবার জরিপ চালিয়ে দেখুন তো উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের শিক্ষকরা কতটা অবহেলিত জীবন যাপন করছে? ক্ষুধা মেটানোর জন্য পেট ভরা খাবার দিতে হবে। অন্যথায়, অসদুপায় অবলম্বন ছাড়া পেট যে ভরবে না। একটি সুন্দর জাতি গড়ে তুলতে হলে আগে একজন শিক্ষকের সন্তুষ্টি অর্জন করাতে হবে নতুবা কখনো এই বাংলাদেশে আদর্শ মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যোগ্য মানুষ না পেলে দেশের উন্নয়ন আদৌ সম্ভব হবে না। অথচ সেই ছোট বেলায় শিক্ষকের মর্যাদা কবিতায় পড়েছি আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, / সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর। সম্মানিত উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের প্রাণের দাবী ১১ তম গ্রেড মেনে নেয়ার আহবান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্দেহের ফাঁদ থেকে মুক্তির পথ চাই
পরবর্তী নিবন্ধএকাকিত্ব