প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ উদ্যোক্তা করা সম্ভব

চিটাগাং উইম্যান চেম্বারের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫১ পূর্বাহ্ণ

সিএমএসএমই খাতের নারীদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব। সম্প্রতি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৫ দিনব্যাপী আর্টিফিসিয়াল জুয়েলারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন সিএমএসএমই খাতে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ সঠিকভাবে কাজে লাগাতে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরী। চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও এসএমই ফাউন্ডেশন অতীতের ন্যায় ভবিষ্যতেও একযোগে কাজ করে যাবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন, এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রাম অঞ্চলে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান।
এসময় আইভি হাসান, আবদুস সালাম সরদার, মো. মাসুদুর রহমান, সুমন চন্দ্র সাহা, জেসমিন আক্তার, রেবেকা নাসরিন, মোস্তারী মোর্শেদ স্মৃতি, হোমায়রা মোস্তফা সোহানী, লুৎমিলা ফরিদ, কাজী তুহিনা আক্তার, লতিফা আক্তার, আঞ্জুমান আরা শেখ মিষ্টি, দিলরুবা হোস্‌না, রেহনুমা মরিয়ম তুলি, সুমাইয়া কাদের, আনোয়ারা শাহরিয়ার রিনু, শিরিন আক্তার শিল্পী, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া নাসরিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসঠিক ধর্মচর্চাই বয়ে আনবে কল্যাণ : ফজলে করিম