প্রশাসনের সাথে টেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে প্রশাসনের সাথে টেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা গতকাল বিকাল ৩টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপির (দক্ষিণ) উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানা। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, বঙির বিট ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, আইনশৃঙ্খলা ও সিকিউরিটি গার্ড উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ ফরিদ উদ্দিন, উপদেষ্টা মুহাম্মদ ইসমাইল, সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফরিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, এস.এস.এস. বাহাদুর, অর্থ সম্পাদক এমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মো. বাকের উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ মামুন প্রমুখ। মতবিনিময় সভায় উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানা আসন্ন পবিত্র মাহে রমজান মাসে টেরীবাজারের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন