নগরের অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য বিশেষ কমিটি গঠনের অনুমতি দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বিশেষ কমিটির সভাপতি হবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি।
গতকাল বুধবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর এ বিষয়ে একটি দাপ্তরিক চিঠি ইস্যু করেন। এতে বলা হয়, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা–২০২৪ এর প্রবিধান ৬৪ এর আদলে উক্ত প্রবিধানমালার প্রবিধান ৬৮(২) অনুসারে এ স্মারক ইস্যুর এক মাসের মধ্যে এডহক কমিটির ন্যায় বিশেষ কমিটি গঠনের অনুমতি প্রদান করা হল।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে কোনো ম্যানেজিং কমিটি নেই। ২০১৯ সালের ২ জুলাই তৎকালীন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সভাপতি এবং প্রধান শিক্ষককে পদাধিকার বলে সাধারণ সম্পাদক করে গঠিত ৭ সদস্যের একটি ম্যানেজিং কমিটি ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ২০২৩ সালের ১ অক্টোবর জেলা প্রশাসককে সভাপতি করে ৪ সদস্যের একটি অ্যাডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেয় বোর্ড। একই বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত ওই অ্যাডহক কমিটির সভায় ‘শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান, দৈনন্দিন ব্যয়, পরীক্ষা পরিচালনা ব্যয়, ছাত্র–ছাত্রীদের রেজিস্ট্রেশন, ফরম ফিলআপ এবং উন্নয়ন ব্যয়সহ নানাবিধ খরচ নির্বাহের জন্য বিদ্যালয়ের নামে পরিচালিত হিসাবসমূহের ব্যাংক অপারেটরের নাম বা স্বাক্ষর পরিবর্তনের সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।
এ বিষয়ে গত ৩ নভেম্বর দৈনিক আজাদীতে ‘ব্যাংক হিসাবের চেকে আ জ ম নাছিরের স্বাক্ষর আসে কীভাবে?’ এক প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল বোর্ডের ইস্যুকৃত চিঠিতে দৈনিক আজাদীর ওই প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়।