ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকা দরকার, সেটি দেখতে পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কীভাবে দখল করতে হবে, প্রশাসনকে কীভাবে হাতে রাখতে হবে।’ গতকাল রোববার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির এই উদ্বেগের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। খবর বিডিনিউজের।
নাহিদ বলেন, আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকার
কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জুলাই সনদ নিয়ে দর কষাকষির জেরে যে রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, তারা একসময় ‘বন্ধু ছিল’ মন্তব্য করে তিনি বলেন, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। কী সেই চক্রান্ত, তা স্পষ্ট না করলেও আওয়ামী লীগ আমলের নির্বাচনী অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছেন এনসিপি নেতা। বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছিলাম যে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, যেখানে জবরদখল, প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার, মাসল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনে আমরা সবসময় দেখে এসেছি। শুনে এসেছি এর আগের সময়গুলোতে। এবং এর আগের ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও যেতে পারেনি। ফলে এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাজ দেশপ্রেমিক মানুষ সংসদে আসবে–এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা পূরণের পথে বাধা দেখার কথা তুলে ধরে নাহিদ বলেন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার ও প্রশাসনের যে শক্ত ও স্বচ্ছ অবস্থায় থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না।











