হাটহাজারীতে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের প্রশাসক পুনর্বহাল ও স্বৈরাচারীর দোসর ছাত্র আন্দোলনে দমনপীড়নকারী আওয়ামী ক্যাডারসহ সকল অপরাধীদের গ্রেফতার এবং চলমান দুর্ভোগ থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি আবারো এই পরিষদে অবৈধ চেয়ারম্যান অফিস করার পায়তারা করছে। কিন্তু আমরা তা হতে দিবোনা। আমরা এই ইউপিতে প্রশাসক পুনর্বহাল রাখার দাবি এবং অবিলম্বে ওই ইউপির চেয়ারম্যান আওয়ামী দোসরসহ সকল অবৈধ চেয়ারম্যান ও অপরাধীদের গ্রেফতার এবং প্রশাসক পুনর্বহাল করে ইউপির জনগণের চলমান দুর্ভোগ দুর করার জোর দাবী জানাচ্ছি। এসময় তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে পরিষদে প্রশাসক নিয়োগ না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করারও হুশিয়ারী উচ্চারণ করেন।
সমাবেশে সৈয়দ মোহাম্মদ মহসিন, সৈয়দ মোহাম্মদ ইকবাল, সৈয়দ মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ জহুরুল আলম, সাবেক মেম্বার কাউরান টিপু, মোহাম্মদ আজম, লায়লা ইয়াছমিন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সালাউদ্দিন মেম্বার, ওয়াহিদুল ইসলাম টিটু, জাহেদুল ইসলাম, আবদুল কাদের শাকিল, মুন্না, সৈয়দ লিটন নাছির, সোলাইমান, মামুন, বাবর, জসিম, রিপন প্রমূখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।











