এক মুসলিম কিশোরীর সুপারহিরো হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চরিত্র মিস মার্ভেল মুক্তি পাওয়ার পর সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সিরিজটিকে স্বাগত জানিয়ে তারা বলছেন, ডিজনিতে প্রদর্শিত প্রথম মুসলিম সুপারহিরো স্টোরি মিস মার্ভেল পপ সংস্কৃতির একটি ‘আনন্দময় অংশ’। খবর বিডিনিউজের।
এ সিরিজের কাহিনী গড়ে উঠেছে অ্যাভেঞ্জার্স কমিক বইয়ের ভক্ত কিশোরী কমলা খানকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি–কানাডিয়ান ইমান ভেলানি। গার্ডিয়ানের রিভিউয়ে তার অভিনয় পেয়েছে পাঁচে পাঁচ। টিভি সমালোচক লুসি ম্যাঙ্গান লিখেছেন, একজন তরুণ অভিনেতা কেমন করবেন, সে বিষয়ে বেশিরভাগ সময় নিশ্চিত হওয়া যায় না।
তবে ভেলানিকে দেখে মনে হয়েছে, জাদুকরি ক্ষমতা যেন তার জন্মগত। ফোর–স্টার রিভিউয়ে ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, পর্দায় ভেলানির অভিষেক যেমন অ্যাডভেঞ্চারের আনন্দ দিয়েছে, তেমনি সুপারহিরো কমিকের ‘শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের’ ঐতিহ্যও ধরে রেখেছে। সিএনএন লিখেছে, মিস মার্ভেলের নতুন ট্রেইলারে কমলা যেন কমিক বইয়ের পাতা থেকে চলে এসেছেন পর্দায়। এই কিশোরী একজন পাকিস্তানি–আমেরিকান। যুক্তরাষ্ট্রের নিউ জাসির্র হাই স্কুলের এই ছাত্রী ডুডল তৈরি করে তার স্বপ্নের সুপারহিরোদের দলে যোগ দেওয়ার স্বপ্নে বিভোর।