হঠাৎ ধেয়ে আসা সুনামির মতো,
সেই কালবৈশাখীর ঝড় হাওয়ায়!
অনেক দিনের স্বপ্নে আঁকা যত্নে গড়া,
সাজানো গোছানো অজস্র স্মৃতির আবেগে ভরা!
সুখের সেই নীড়টা গেছে সব লণ্ড ভণ্ড হয়ে!
চির তরে হারিয়ে ধরার এ ধূলিতে!
এরপর ও অহর্ণিশি,
আমার নিরব নিস্তব্ধ মৌন সব প্রহরে!
নিরাকার তোমার সরব উপস্থিতি!
আমার সবখানে!
অবিরত ধাবিত হতে থাকে,
আমার সমস্ত অস্তিত্বের অরন্যতটে!
কালের স্রোতকে রিক্ত, তিক্ত করে
চিত্ত সদা বিপর্যস্ত করে তোলে মোরে!
অষ্টপ্রহর সদা তোমার দোর্দণ্ড প্রতাপে!
নিরাকার সরব উপস্থিতির তান্ডবে !
অদৃশ্য ক্ষরণের উপকূলে,
তোমার পূরবীর রাগিনীর সব
সুরের নীরব বিনা ওঠে দুলে।
দীপ্ত হয়ে আপন মনে
প্রলয়ের অন্তরালে থেকে!