প্রয়োজনে রাজপথে নেমে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করব

বোয়ালখালীতে কর্মীসভায় আবু সুফিয়ান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করেছে। প্রয়োজনে জনগণকে নিয়ে আবারও রাজপথে নেমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ছিল, জনগণের প্রত্যাশা অনুযায়ি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া। কিন্তু সরকার এখনো পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেনি। যা আমাদেরকে হতাশ করছে।

গত রোববার বিকেলে বোয়ালখালী ৪ নং শাকপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মন্নান, শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান ও সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ। সভাপতিত্ব করেন শাকপুরা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম।

আবু সুফিয়ান বলেন, আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, গত ১৬ বছরে বিএনপিকে ভাঙ্গার অনেক অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে। তার একমাত্র কারণ বিএনপির প্রতি এদেশের জনগণের পূর্ণ সমর্থন। তাই কেউ যদি বিএনপিকে মাইনাস করে কোন রাজনৈতিক ফায়দা লুঠতে চায় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুছের সঞ্চালনায় অন্যান্যের বক্তব্য দেন শাকপুরা আজগর মেম্বার, মাহামুদুল হক, তসলিম উদ্দীন, শাহেদ আলী, আবুল কালাম, জামাল উদ্দিন, ইদ্রিস খান, মো. সোলাইমান, আলী আজম, মাহাবুল আলম, মো. সেলিম, মীর ইলিয়াস, নাজিম উদ্দীন বাহাদুর, জাহেদ হোসেন, জাহাঙ্গীর, শওকত, বখতিয়ার, আনিস, কাইছার, ফোরকান, পারভেজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবৈঠকে বসছেন উপদেষ্টা, কলম বিরতি সাময়িক প্রত্যাহার
পরবর্তী নিবন্ধসৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রী