প্রভাবশালীর সঙ্গে টক্কর দেবেন ঋতুপর্ণা

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

পুরো গ্রাম যার ভয়ে তটস্থ হয়ে থাকে সেই প্রভাবশালীর মুখোমুখি হন অমতা। তার চেষ্টায় আস্তে আস্তে বের হয় সেই প্রভাবশালীর নানা ধরনের অপরাধমূলক কাজ। ইন্দ্রাশিস আচার্যের আগের কাজগুলোর মধ্যে ‘বিলু রাক্ষস’, ‘পিউপা’, ‘পার্সেল’ ও ‘নীহারিকা’ প্রশংসিত হয়েছে। খবর বিডিনিউজের।

ইন্দ্রাশিস বলেন, এখন সমাজে ভক্তি এবং ঘৃণা দুটো বিষয় চরমে পৌঁছেছে। ফলে সর্বত্র হিংসা একটা মারাত্মক আকার ধারণ করেছে। সেসবের কিছুটা তুলে আনতে চাইছি। আগামীতে ঋতুপর্ণাকে দেখা যাবে ‘পুরাতন’ নামের একটি বাংলা সিনেমায়। সুমন ঘোষের পরিচালনা এবং ঋতুপর্ণার প্রযোজনায় সিনেমায় দীর্ঘ ১৪ বছর পর কাজ করতে আসছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

এছাড়া কলকাতার বাংলা সিনেমার দুই তারকা অভিনয় শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণাকে ফের এক পর্দায় আনার কথা ভাবছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। আর এর মধ্য দিয়ে একসঙ্গে ৫০তম সিনেমায় কাজ করতে চলছেন এই জুটি।

পূর্ববর্তী নিবন্ধনৌকা না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন মাহি
পরবর্তী নিবন্ধনতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন কুসুম সিকদার