প্রভাত–মুক্তা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক প্রভাত চন্দ্র বড়ুয়ার স্মরণ সভায় গত সোমবার সকালে ফয়’স লেকস্থ লেকভ্যালি আবাসিক এলাকায় প্রয়াতের বড় সন্তান সুমন বড়ুয়ার বাসায় অনুষ্ঠিত হয়। প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন উত্তর জলদী শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের মহাপরিচালক বিদর্শনাচার্য ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাস্থবির। তিনি বলেন, সকলের প্রতি সবসময় মৈত্রীভাবাপন্ন হয়ে কারো প্রতি হিংসা, বিদ্বেষ পোষণ না করে সমাজে চলতে হবে। অন্যের সমালোচনা না করে নিজেকে জানার চেষ্টা করতে হবে। পঞ্চশীল প্রদান করেন ভদন্ত বোধিইন্দ্রিয় থের। এর আগে পঞ্চশীল প্রার্থনা করেন তুর্য বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন শীলেন্দ্রিয় ভিক্ষু, জ্ঞানসেন ভিক্ষু, মৈত্রীজ্যোতি ভিক্ষু, মুক্তা রাণী বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, দীপঙ্কর বড়ুয়া, দীপা বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া, উত্তম কুমার, সনৎ বড়ুয়া, পাপিয়া বড়ুয়া, মৈত্রী বড়ুয়া, সুরভী বড়ুয়া, সুমন বড়ুয়া, রাজন বড়ুয়া, নয়ন বড়ুয়া, শিপন বড়ুয়া, কনিকা বড়ুয়া, বিউটি বড়ুয়া, অর্ক বড়ুয়া, রূপক বড়ুয়া, দিবা বড়ুয়া, মিথুন বড়ুয়া, মৃন্মীয় ইভা, প্রিয়স্মিতা, নির্ঝর অগ্র, সৌম্য প্রজ্ঞা, সৌমিক, দিবা, গর্কী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।