প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হওয়ার আভাস বিশ্ব ব্যাংকের

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে নানামুখী অনিশ্চয়তার কথা তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে কমে ৪ শতাংশ হওয়ার আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। এর আগে এপ্রিলে দেওয়া ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস থেকে এক লাফে এতটা নিচে নেমে যাওয়ার বিষয়ে রাজনৈতিক পট পরিবর্তনসহ বিভিন্ন কারণের কথা বলেছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ এশিয়া বিষয়ক প্রকাশিত আউটলুকে সংস্থাটি বলেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও ব্যতিক্রম বাংলাদেশ। আগের প্রত্যাশার চেয়ে এ অঞ্চলের প্রবৃদ্ধি বিস্তৃত পরিসরে উল্টো ঘুরতে শুরুছে, সঠিক পথেই রয়েছে। বিশ্ব ব্যাংকের আগে আরেক উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) চলতি অর্থবছরের পূর্বাভাস কমিয়েছিল। খবর বিডিনিউজের।

ক্ষমতার পালাবদলে শিল্পে নৈরাজ্য, অস্থিরতা আর উৎপাদনের স্থবিরতার মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি কঠিন হওয়ার কথা বলেছিল ম্যানিলা ভিত্তিক এডিবি। তাদের আভাস ছিল প্রবৃদ্ধি নেমে আসবে ৫ দশমিক ১ শতাংশে। এপ্রিলে তাদের আগের পূর্বাভাসে যা ছিল ৬ দশমিক ৬ শতাংশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০২৪২৫ অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে পরিকল্পনা সাজায়। তবে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের দিকে গেলে পরিস্থিতি পাল্টে যায়।

শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি অর্থনীতি মেরামতের কাজেও হাত দেওয়ার ঘোষণা দিয়েছে। এ সরকারের দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় প্রকাশিত বিশ্ব ব্যাংকের ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট’ এর অক্টোবর সংস্করণে বলা হয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে; মধ্যবর্তী পয়েন্ট হবে ৪ শতাংশ। এর আগে চলতি অর্থবছরের জন্য এপ্রিলে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংক হালনাগাদ এ প্রতিবেদনে বলেছে, তৈরি পোশাক রপ্তানিতে ধীরগতি এবং গণ আন্দোলনের পর চলমান পরিবর্তিত পরিস্থিতি প্রবৃদ্ধি কমে যাওয়ায় ক্ষেত্রে ভূমিকা রাখছে। নিকট ভবিষ্যতে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও শিল্প খাতে প্রবৃদ্ধি খুব একটা গতি পাবে না। সামপ্রতিক বন্যার প্রভাবও অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যার কারণে কৃষি উৎপাদনেও ধাক্কা লাগবে।

বিশ্ব ব্যাংক বলছে, বাংলাদেশে ২০২৩২৪ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫ দশমিক ২ শতাংশে; যা ২০২৪২৫ এ এসে ধীর হয়ে ৪ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে জানা যাবে এইচএসসির ফল
পরবর্তী নিবন্ধফ্লাইওভারে উল্টোপথে প্রাইভেটকার, পিকআপের সাথে সংঘর্ষ