প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে

চাটগাঁ ডাইজেস্টের বর্ষপূর্তিতে ২০ সিনিয়র সিটিজেন সম্মাননা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবীণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবীণরা তাদের কর্মময় জীবনে সমাজ ও দেশ গঠনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। এরপরও নানাভাবে প্রবীণদের অবহেলা করা হয়। অথচ একজন প্রবীণ শারীরিকভাবে দুর্বল হলেও বুদ্ধিতে পরিপক্ক। প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে।

মাসিক চাটগাঁ ডাইজেস্টের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে ‘২০ সিনিয়র সিটিজেন সম্মাননা ২২’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদক পাওয়ায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে সংবর্ধনা দেয়া হয়। তবে অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার। দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাসিক চাটগাঁ ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিক।

সংবর্ধিত ২০ সিনিয়র সিটিজেন হচ্ছেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, এ কে এম সিরাজুল হক, মোহাম্মদ আমিনুল হক, মোহাম্মদ আবদুল আউয়াল, মো. ইসকান্দর আলী চৌধুরী, লায়ন মো. নুরুল আলম, লায়ন ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন ক্যাপ্টেন মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁইয়া, লায়ন ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, আবু তৈয়ব, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, জাহেদ আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন আকতার, লায়ন সিরাজুল হক আনসারী, মোহাম্মদ আলম সিআইপি, লায়ন খায়েজ আহমদ ভুঁইয়া, লায়ন হাজী সফিক আহমদ, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য ও লায়ন তাহের আহমদ।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণে আমরা উত্তর জেলার বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধঅ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে স্ট্রোক সেন্টারের কার্যক্রম শুরু