প্রবীণ তিন সাংবাদিক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল চট্টগ্রাম প্রেস ক্লাবে কাল

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের তিন প্রবীণ সাংবাদিক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল আগামীকাল শনিবার সকাল ১১টায় ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে। তিন সাংবাদিক হলেন বিশিষ্ট সাংবাদিকপ্রাবন্ধিক মো. মাহবুব উল আলম, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধো সাবের আহমদ আসগারী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ। আলোচনা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম এবং সদস্য গোলাম মাওলা মুরাদ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালন ফকির-পতিতজনের বন্ধু
পরবর্তী নিবন্ধশিশুদের ৩১তম চিত্র প্রদর্শনী ১৬ অক্টোবর শুরু