প্রবাসে যাওয়ার ১০ দিনের মাথায় মৃত্যু আরও ১০ দিন পর কাথরিয়ায় নিজ ঘরে ফিরলো মরদেহ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

মোহাম্মদ সাকিবুল ইসলাম (২২)। বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ কাথরিয়ার আবদুল মালেকের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে দ্বিতীয়। গত ১৩ জুলাই একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমান সাকিব। সেখানে ১০ দিনের মাথায় গত ২৩ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৯টার দিকে দাম্মামের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে সৌদি আরবে বসবাসরত মো. মনিরসহ প্রবাসীদের উদ্যোগে গত শুক্রবার বিকেলে তার মরদেহ ঢাকায় পৌঁছে। সেখান থেকে গতকাল বাঁশখালীর কাথরিয়ায় নিজ বাড়িতে আনা হলে পরিবার ও স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়। পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবনজীবিকার তাগিদে জুলাই মাসের ১৩ তারিখ সৌদি আরবে পাড়ি জমায় সাকিব। একই মাসের ২৩ তারিখ খবর আসে সৌদি আরবে প্রচণ্ড জ্বর ও ব্যথায় তার মৃত্যু হয়। উপার্জনক্ষম ছেলেটির মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। ব্যাংক থেকে নেয়া ঋণ কীভাবে পরিশোধ করা হবে জানে না তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত্যুর ১০ দিন পর বাড়িতে ফিরে এসেছে সাকিবের মরদেহ। শেষ বারের মতো এক নজর দেখতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় ছিল দাফনের আগ পর্যন্ত। পুরো দক্ষিণ কাথরিয়া গ্রাম জুড়ে শোকের ছায়া। যে বাবামায়ের মুখে হাসি ফোটাতে গিয়েছিলেন প্রবাসে, সেই বাবামা হয়ে পড়েছেন শোকে নির্বাক।

পূর্ববর্তী নিবন্ধওসি কবিরুল খুলশীতে, পতেঙ্গায় মাহফুজ
পরবর্তী নিবন্ধমোহাম্মদ মোহন মিয়া স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক