প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়

প্রকাশনা উৎসবে বক্তারা

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০৮ অপরাহ্ণ

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার বলেছেন, প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর লেখা নিঃসন্দেহে পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের নতুন বই ‘এই ধরণীর পথে প্রান্তরে’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত রোববার দুবাই সেলসি হলরুমে আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী সরফরাজ খান, কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন, রফিকুল ইসলাম খান, মো. এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক সামছুর রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না, সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধ৫৫তম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি সভা