সরকার ঘোষিত লকডাউনে দেশে ছুটিতে আসা প্রবাসীদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যেতে বিশেষ ফ্লাইট চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ধন্যবাদ জানান।
এক ধন্যবাদ বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের মধ্যেও প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। যেখানে মহামারীতে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে সেখানে আমাদের প্রবাসীরা কষ্ট করে দেশে অর্থ প্রেরণ করে অর্থনীতির চাকাকে গতিশীল রাখছে। তাই দেশে ছুটিতে আসা যেসব প্রবাসী কর্মী লকডাউনের কারণে আটকা পড়েছেন তাদের জন্য বিশেষ ফ্লাইট চালু করায় প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সুজন। সেই সাথে ইউরোপসহ যে সকল দেশে করোনা সংক্রমণ অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে সেসব দেশের ফ্লাইটগুলো বন্ধ রাখার আহ্বান জানান।