প্রবাসীর তালাবদ্ধ ঘর থেকে ‘৮০ লাখ টাকার’ মালামাল লুট

রাউজান প্রতিনিধি

রাউজানে গৃহস্থের চার গরু চুরি | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

রাউজানের হলদিয়ায় প্রবাস ফেরত এক ব্যক্তির তালাবদ্ধ ঘর থেকে সংঘবদ্ধ চোর চক্র নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৮০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহন তালুকদার বাড়ির প্রবাসী আবদুল কাদেরের ঘরে এ ঘটনা ঘটে।

প্রবাসী কাদের জানান, গত বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পূর্বগুজরা ইউনিয়নের আঁধার মানিক গ্রামে বেড়াতে যান। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। ঘরের বাইরে স্থাপন করা সিসি ক্যামেরাটি চোরের দল ভেঙে দিয়ে গেছে। ভিতরে গিয়ে দেখেন ল্যাপটপের হার্ডডিক্স খুলে নিয়ে গেছে তারা। আলমিরাতে থাকা মা, স্ত্রী, ভাইয়ের স্ত্রী ও মেয়েদের ৬৫৭০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১০ লাখ টাকা, ১টি ল্যাপটপ, ৩টি ক্যামেরা, ১২১৩টি হাতঘড়ি, ব্যাংকের চেক বই, ক্রেডিট কার্ড, জায়গার দলিলসহ সবকিছু নিয়ে গেছে চোরের দল। প্রবাসী কাদের জানান, এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনার রাতের ধারণ হওয়া পথে পথে থাকা সিসি ক্যামরার রেকর্ড পর্যালোচনা করে দেখা হচ্ছে। কোনো ক্লু পেলে জানানো হবে।

এদিকে গতকাল শনিবার ভোরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় হাসনা বেগম নামের এক নারীর ৪টি গরু চুরি হয়েছে। তারর ছেলে মো. কামরুল বলেছেন, চুরি যাওয়া চারটি গরুর মধ্যে তিনটি গাভী ছিল উন্নতজাতের, অপর একটি ষাড়। চার গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

এসব ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, হলদিয়ায় প্রবাসীর ঘরে চুরির পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। গরু চুরির অভিযোগ নিয়ে কেউ থানায় যায়নি বলে এই কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধবনের উপর নির্ভরতা কমাতে ৩১৬ ব্যক্তিকে ৮০ লাখ টাকার ঋণ
পরবর্তী নিবন্ধমায়ের শাড়ি জড়িয়ে কবরে শায়িত সিরাজুল আলম খান