সৌদি প্রবাসীকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করে মুক্তিপণ আদায়ের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাউজানে বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে গরিবউল্লাহ পাড়ায়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাউজানে বিএনপির সাইনবোর্ডের আড়ালে থাকা দুটি বিবদমান গ্রুপের মধ্যে সংঘাত–সংঘর্ষ চলমান থাকার মধ্যে এক গ্রুপ গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী হুমায়ুন কবির হিরুকে বাড়ি থেকে উঠিয়ে গরিবউল্লাহ পাড়ায় এনে মারধর করে। সর্বশেষ দেড় লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছাড়ে। এই ঘটনাটি প্রতিপক্ষ গ্রুপ জানতে পেরে তারা ওই ঘটনায় জড়িতদের প্রতিরোধে কয়েকটি গাড়ি নিয়ে গরিবউল্লাহ পাড়ায় যায়। এসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। মোটরসাইকেলের বহর নিয়ে যাওয়া লোকজন গরিব উল্লাহ পাড়ায় থাকা বিএনপির একটি তোরণ ও কার্যালয় ভাঙচুর করে। কয়েকটি ঘরে ঢুকে ভাঙচুর চালায়।
মারধরের শিকার প্রবাসী হুমায়ুন জানান, গরিবউল্লাহ পাড়ায় ঘাঁটি করে থাকা বিএনপির সাইনবোর্ডধারী একটি সন্ত্রাসী গ্রুপ তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় গতকাল বৃহস্পতিবার তাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে মারধর করে। সর্বশেষ দেড় লাখ টাকা নিয়ে দুপুরে মারধর করে তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। রাতে থানায় মামলা করতে যাবেন বলে জানান।
এ বিষয়ে থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রবাসীকে উঠিয়ে নেয়ার খবর পেয়ে পুলিশ গরিব উল্লাহ পাড়ায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে। পুলিশের তৎপরতায় এই ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে। তবে গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।