প্রবর্তক সংঘের প্রাক্তন সম্পাদিকা মীরা সিংহ এর প্রথম প্রয়াণ বার্ষিকী প্রবর্তক সংঘের অডিটরিয়ামে গত ৩ ফেব্রুয়ারি পালন করা হয়। সংঘ স্তুতি এবং বেদমন্ত্র পাঠ করে তার আত্মার শান্তি কামনা করা হয়। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে স্মৃতিচারণ করেন প্রবর্তক সংঘের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী এবং শিক্ষা উপ কমিটির আহ্বায়ক রীতা দত্ত। বক্তারা বলেন, মীরা সিংহ ছিলেন পরহিতে ব্রতী শুদ্ধাচারী একজন মানুষ। তার যাপিত জীবন আমাদের অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে সমবেত কণ্ঠে তাঁর প্রিয় সংগীত ‘তোমার আসন শূন্য আজি’, ‘আগুনের পরশমণি’, ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ পরিবেশন করে সংঘের ছাত্রীবৃন্দ। একক আবৃত্তি পরিবেশন করেন সংঘের আবাসিক শিক্ষিকা কাবেরী বড়ুয়া এবং একক সংগীত পরিবেশন করেন অনাবাসিক শিক্ষিকা কেয়া দত্ত এবং দীপাঞ্জলি । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের তত্ত্বাবধায়িকা (শিক্ষা) সীমা ভট্টাচার্য্য। খবর বিজ্ঞপ্তির