প্রবর্তক মোড় সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের নির্দেশ

নানা অনিয়ম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে নগরীর প্রবর্তক মোড় এলাকার সেন্ট্রাল সিটি হাসপাতাল আগামী ৮ জুলাই থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সিভিল সার্জন বরাবর পাঠানো এক চিঠিতে হাসপাতালটি সাময়িক বন্ধের নির্দেশনা দেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এর আগেও হাসপাতালটির নানা অনিয়ম পাওয়া যায়। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৮ জুলাই থেকে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি এ হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে রেফারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান চালানো হয় প্রতিষ্ঠানটিতে। সে সময় পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে নগরীর প্রবর্তক মোড় এলাকার সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ল্যাবের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বেনজিরের সম্পত্তির তত্ত্বাবধানে জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনার সাইফুল ইসলামের দায়িত্বভার গ্রহণ