চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের রসায়ন বিভাগের সাবেক প্রফেসর সৈয়দ সাজ্জাদ আলী গত শনিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রফেসর সৈয়দ সাজ্জাদ আলী পরে সরকারি মহসিন কলেজে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। গতকাল রোববার ঢাকায় মরহুমের নামাজে জানাযা শেষে মিরপুর করবস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










