রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া তাঁর কর্মগুণে মানুষের মাঝে বেঁচে থাকবেন।
গতকাল শনিবার কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শেষে ফজলে করিম এমপি উপরোক্ত মন্তব্য করেন। সারদা সংঘ–চট্টগ্রাম, জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের (এইচপিএফ) নেতৃবৃন্দ যৌথভাবে পুষ্পমাল্য করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, জহির রায়হান চলচ্চিত্র সংসদ চট্টগ্রামের আহ্বায়ক সজল কান্তি চৌধুরী, খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সুরেশ দাশ, মোপলেসের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ, রতন ঘোষ, সুমন চৌধুরী, মো. এরশাদ, মাহবুবুল আলম, হৃদয় দে প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ প্রয়াত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












