চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্ট, বিশিষ্ট মেডিকেল শিক্ষক ও সমাজসেবক প্রফেসর ডা. মাহবুব কামাল চৌধুরী গতকাল বাদ আসর ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। এই বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুতে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আজ শুক্রবার বাদ জুম্মা তাঁর গ্রামের বাড়ি পেকুয়া কক্সবাজারে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে উনি ৪ ছেলে–মেয়েসহ নাতি নাতনি রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












