প্রফেসর ড.ওমর নাসিফের মৃত্যুতে আইআইইউসি পরিবারের শোক

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

আইআইইউসিটির সাধারণ পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ বিন ওমর বিন মুহাম্মদ নাসিফ গতকাল রোববার সকালে সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি….রাজিউন)। তাঁর মৃত্যুতে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. . ম শামসুল ইসলাম শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে তাঁরা আইআইইউসির উন্নয়নে এবং পরিচালনায় প্রফেসর ড. ওমর নাসিফের আন্তরিক ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শিক্ষাক্ষেত্রে আইআইইউসি ও মুসলিম উম্মাহ একজন বিশ্বস্ত অভিভাবক হারালো। তাঁরা মরহুমের রুহের মাহফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর খোশরোজ কাল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১