বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী ও তার সহধর্মিণী প্রফেসর ড. খালেদা হানুমের স্মরণে এক ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষাবিদ ড. শফিক রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের সভাপতি প্রফেসর ড. ফরিদ সোবহানি। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ড. হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যেই নয়, বরং সবাই যেন বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জন করতে পারে সেদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নজর রাখা উচিত, যাতে বহির্বিশ্বে এদেশের ছাত্র-ছাত্রীরা নানাভাবে অবদান রাখতে পারে। প্রফেসর মোহাম্মদ আলী স্যারের মতো একজন গুণী শিক্ষকের অভাব অপূরণীয়। বর্তমান শিক্ষকদের তিনি প্রফেসর আলীর মত ন্যায়-নিষ্ঠাবান ও নীতিবান শিক্ষক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান আধুনিকায়নে প্রফেসর মোহাম্মদ আলী ইউজিসি সদস্য হিসেবে নিরলসভাবে কাজ করেছেন। চবি উপাচার্য শিরীণ আখতার বলেন, প্রফেসর মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী প্রফেসর ড. খালেদা হানুম বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্মৃতিচারণ ও দোয়া পরিচালনা করেন সেন্ট্রাল শরিয়া বোর্ড অব ইসলামিক ব্যাংকস বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমদাদ হোসেন, বদরুল হুদা সোহেল।