প্রনব চৌধুরীর কণ্ঠে ভালোবাসার গান

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ

ডিজিটাল দুনিয়ায় শ্রোতা-দর্শকদের বড় বিনোদন ইউটিউবে আসা গান। আর সেসব গান যদি হয় ভালোবাসার মানুষকে নিয়ে, তাহলে বাজিমাত। হাল সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রনব চৌধুরী ডুব দিয়েছেন সেই প্রচেষ্টায়। তাঁর গাওয়া ‘হারাবে না ভালোবাসা’ গানের প্রোমো রিলিজড হওয়ার পথে।

ঈদুল ফিতর উপলক্ষে গান প্রকাশ হচ্ছে রাজেশ চৌধুরী রনি’র কথা ও সুরে। হারমোনাইজিংয়ে ছিলেন পিয়াল রহমান। এই গানের দৃশ্যধারণ করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন মনোরম স্থানে। গানে মডেল ছিলেন প্রিয়া মৌলি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের শিল্পী প্রনব চৌধুরী জানালেন, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ‘সুমনা’ নামের আরেকটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছিল। শ্রোতারা গানটি লুফে নিয়েছিল। সবার অনুপ্রেরণায় এটা আমার ২য় প্রচেষ্টা।

গানের কথাগুলো সবার পছন্দ হবে বলে আশা করছি। চেষ্টা করেছি কণ্ঠে তুলে নিতে। আগামীতেও শ্রোতাদের ভালোবাসায় নতুন কিছু গান উপহার দেয়ার প্রত্যাশা করছি। ‘যদি ভুলে যাই সবকিছুই, তোমায় ভুলবো না, যদি হারিয়ে যায় সবকিছুই, তোমায় হারাবো না। এতটুকু বিশ্বাস রেখো আমার প্রতি, কখনও টানবো না প্রেমের ইতি। হারাবে না ভালোবাসা, হারাবে না তুমি…’ গানটি আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধম্যানহাটনে ‘রিকশা গার্ল’র প্রিমিয়ার