প্রধানমন্ত্রীর সাফল্যের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

ফিরিঙ্গীবাজারে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নওফেল

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, দারিদ্র্যকে জয় করতেই হবে। তাই সামান্য সেবা আপনাদের জন্য যথেষ্ট নয়। প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে এবং মানুষের সাথে ভালোবাসা ও সম্পর্ক তৈরি করতে হবে। গতকাল ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ পূর্ব আলোচনায় তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সম্প্রীতি, সাম্য, সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমাদের এগুতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাফল্যগুলো অর্জন করেছেন তা ঘরে ঘরে পৌঁছে দিয়েই দেশবাসীর মন জয় করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বখতেয়ার উদ্দিন খান, লুৎফুননেসা বেবী দোভাষ, আখতার উদ্দীন, আবদুল হাই, আতিক উল্লাহ খোকন, মোহাম্মদ সালাউদ্দিন, আবদুল কাদের, আশরাফুল আলম, বাবুল হক, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ হোসেন, আবদুল অজিজ ইদু, ইউনিট আওয়ামী লীগের হারুনুর রশীদ, জুবাইর কাকি, ইলিয়াস উদ্দিন পারভেজ, মাসুদ করিম, আবুল মনসুর চৌধুরী খোকন সহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল