পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, “প্রধানমন্ত্রীর সদিচ্ছায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চলের মানুষ। শান্তিচুক্তির পর পাহাড়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, সুপেয় পানিসহ সর্বাত্মক উন্নয়ন অব্যহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই আজ পাহাড়ে প্রতিটি সম্প্রদায়ের মানুষের ভাগ্যের আমূল পরির্বতন ঘটছে।”
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে চিনি পাড়া রংকিমুখ খালের উপর নির্মাণাধীন
ব্রিজ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “পার্বত্যবাসীর ভাগ্যের উন্নয়নে লড়ে যাব। যতদিন ক্ষমতায় আছি পাহাড়ের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার শক্তি। তার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে।”
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের
প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নিবার্হী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, পার্বত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুক্লোন ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান পুর্ণচন্দ্র ম্রো’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকৌশল বিভাগ জানায়, উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে টংকাবতী চিনি পাড়া যাওয়ার রাস্তায় রংকিমুখ খালের উপর ব্রিজ নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে সাককয় পাড়া কালভার্ট ভিলেজ নির্মাণ, ২০ লাখ টাকা ব্যয়ে পূর্ণচন্দ্র হেডম্যান পাড়া জিএফএস-এর মাধ্যমে পানি সরবরাহকরণ কাজ।