প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে পটিয়া আইনজীবী সমিতির মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সাথে গত বুধবার ঢাকায় সৌজন্য সাক্ষাত করেছেন পটিয়া আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। মূখ্য সচিবের সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ পটিয়ার ১৩৮ বছরের পুরনো জরাজীর্ণ আদালত ভবন ও বিচারকের শূন্য পদ সহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন। এ সময় মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস আইন সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করবেন বলেন জানান। এতে হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার শীল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অরুণ মিত্র উপস্থিত ছিলেন। পরে ঐদিন বিকেলে পটিয়ার এমপি হুইপ সামশুল হক চৌধুরী ও তাঁর সচিব তৌফিক আল মামুন সহ নেতৃবৃন্দ আইন সচিব মুহাম্মদ সরওয়ার আলমের সাথে সাক্ষাত করেন। এ সময় আইন সচিব পটিয়ার যুগ্ম জেলা জজ আদালত ভবন নির্মাণসহ বোয়ালখালী ও চন্দনাইশ আদালতের দুই বিচারকের শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৯, মৃত্যু এক
পরবর্তী নিবন্ধবান্দরবানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নির্মাণ কাজ উদ্বোধন