প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগের জন্য বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় থাইল্যান্ডে আবার হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। গত শনিবার রাতে তাদের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে যায়। রোববার রাজধানী ব্যাংককের সড়কে জমা হন বিক্ষোভকারীরা। খবর বিডিনিউজের।
বিক্ষোভকারীদের এক নেতা বলেন, ‘যদি তিনি পদত্যাগ না করেন তবে আমরা বিক্ষোভ চালিয়ে যাব এবং তাকে শান্তিপূর্ণ উপায়ে সরে যেতে বলবো। বিক্ষোভকারীরা ‘প্রায়ুথ চলে যাও’ বলে স্লোগান দেয়।’ তবে বিক্ষোভকারীরা যতই দাবি করুক প্রায়ুথ দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না বলে তার কার্যালয় থেকে এক টুইটে জানানো হয়েছে। টুইটে বলা হয়, যে সংকটময় পরিস্থিতি দেখা দিয়েছে পার্লামেন্টে আলোচনার মাধ্যমেই তার সমাধান খুঁজে বের করা উচিত। এজন্য আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে বলে জানায় প্রায়ুথ।