প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

শেখ হাসিনার জন্মদিনের সভায় বক্তারা

| সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে গত বুধবার দোস্ত বিল্ডিং চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরানখানি ও মিলাদ মাহফিল, কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, বিজয় ধর সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। প্রধান অতিথি ছোট ছোট শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এবং শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জসিম উদ্দিন চৌধুরী।

বঙ্গবন্ধু মহিলা পরিষদ : বঙ্গবন্ধু মহিলা পরিষদ চট্টগ্রামের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৮ সেপ্টেম্বর নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা। বঙ্গবন্ধু মহিলা পরিষদের সহ-সভাপতি জান্নাত আরা মনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন আরা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস কলিমুল্লাহ, সংগঠনের সহ-সভাপতি ফারজানা আফরোজ মুন্নি, প্রধান বক্তা ছিলেন হাসিনা চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়েশা সিদ্দিকা রুমি, এড. শ্যামলী চৌধুরী, জুচি রোকেয়া, সুপ্রীতি, সাথী, শাহিন, কোহিনুর, খুরশিদা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আয়েশা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিঞ্জ গালা নাইটে তারকাদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধমাসুম বিল্লাল ফারদিন পেসাপালো এসোসিয়েশনের সদস্য ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত