প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল প্রদান

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সোশ্যাল ইসলামী ব্যাংক
সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে। গতকাল গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ (দুই) লক্ষ পিস কম্বল প্রদান করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

ইউনিয়ন ব্যাংক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক লিমিটেড দেশের দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ১৫ হাজার পিস কম্বল প্রদান করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা হস্তান্তর করেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক লিঃ আসন্ন শীতে দেশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মো. আবুল বাশার এবং ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বল হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

ইসলামী ব্যাংক
দেশের দুস্থ ও শীতার্তদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ লাখ কম্বল প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট থেকে কম্বল গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৭৫ হাজার কম্বল প্রদান করেছে। গতকাল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বল হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর ৫৫২ বীর মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড
পরবর্তী নিবন্ধএ কোন দাগের গল্প