বাংলাদেশের সকল অধঃস্তন আদালতের কর্মচারীদের সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৪০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এউপলক্ষে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে কোভিড-১৯ মোকাবেলায় বিচার বিভাগীয় অধঃস্তন আদালতের কর্মচারীদের একদিনের বেতন ৪০ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের নিকট থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য (খুলনা-বাগেরহাট) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি শাহ মো. মামুন, সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার ও সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।