জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। বুধবার সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ- সভাপতি আলী আব্বাস ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবুল হাসেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ফারুক, কুতুবউদ্দিন চৌধুরী প্রমুখ। কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালনের পর বিশেষ মোনাজাতে ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু ও সুস্থতা কামনা করা হয়।