চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এসময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, সহ-সভাপতি আলতাফহোসেন বাচ্চু, সাবেক সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, আব্দুল আহাদ, বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর মো. জাবেদ, প্যানেল মেয়র-১ আব্দুর সবুর লিটন, নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ, যুবলীগ নেতা এম.আর আজিম, মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আনোয়ার, আসিফ মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।