প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন মোড়ে প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম মুকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নূরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আবদুর রাজ্জাক দুলাল, নাসের তালুকদার, আবদুল আজিম, সোহেল রানা, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, নাজমুল আহসান সাইফুল, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, শাহেদুল ইসলাম শাহেদ, কফিল উদ্দিন, আফতাব উদ্দিন রুবেল, আবু নাসের চৌধুরী আজাদ, আবুল বশর, শফিকুল হাসান রিপন, নাজমুল, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম মাসুম, মহিউদ্দিন, হিরু, জুয়েল, নাহিদ, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, ইঞ্জিনিয়ার রুবেল, মোহাম্মদ রুবেল, শহীদুল ইসলাম শহীদ, আজাদ হোসেন, বাদশা, রুবেল, এরশাদ, শাওন, সুমন, ওয়াহিম প্রমুখ।
ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের উদ্যোগে ওি সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৮ মে নগরীর নন্দনকাননস্থ বৌদ্ধ মন্দির মোড়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ওসমান গনি আলমগীর, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, শাহীন জোবায়ের বাপ্পি, শওকত আলম, সাকিব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ইয়াছিন আরাফাত কচি, খোরশেদ আলম মানিক, শরফুল আনাম জুয়েল, মামুন ইসলাম, আনিসুর রহমান আনিস, কামরুল ইসলাম রাসেল, হাসান আলী, সাইফুদ্দিন সান্টু, এসএম মাসুদ হোসাইন, জাহেদুল ইসলাম, আনসার উল্লাহ সৌরভ, ইমাম উদ্দিন নয়ন, সালাউদ্দিন, আজিম উদ্দিন প্রমুখ।
সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর নুরুল আমিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলি নগরীর পাহাড়তলী ডিটি রোড থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এম শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশিসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বি এন পি জোটের সন্ত্রাস নৈরাজ্য এবং দেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার প্রতিবাদে গতকাল বিকেল ৩টায় বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে ওয়াসা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, এড. সাজ্জাদুর রহমান বাচ্চু, শাহজাহান রতন, আব্দুল জলিল, হাসান মনসুর। আহিল সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামরুল হাসান, শিশির দে, নুরুল আবছার, জয়নাল আবেদীন, আবদুল হান্নান, আজাদ হোসেন, সাহেদ হোসেন, সেলিম আহমেদ, জিল্লুর রহমান, জসিম মিয়া, আব্দুল জলিল বাহাদুর, ইকবাল রাসেল, আরিফুল আসিফ, মো. শাহজান, কামরুল হাসান, আহমেদুল হক আনোয়ার, সাইফুল আজম, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।











