নারী শিক্ষা, নারীর অধিকার ও শিক্ষা খাতে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান আজাদীকে বলেন, জরুরি সিন্ডিকেট সভায় প্রধানমন্ত্রীকে ডি-লিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলেই আমাদের সিদ্ধান্ত কার্যকর হবে।
সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাইনুল হক মিয়াজী আজাদীকে বলেন, প্রধানমন্ত্রীকে ডি-লিট দেওয়ার ব্যাপারে সিন্ডিকেটে সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এ সুপারিশ কার্যকর হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা হিসেবে প্রধানমন্ত্রী দেশকে ভালোভাবে এগিয়ে নিচ্ছেন। দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রীকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হচ্ছে।