প্রধানমন্ত্রী অসহায়দের কল্যাণে কাজ করছেন

চেক বিতরণে হুইপ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও গরিব মানুষের প্রকৃত বন্ধু। প্রধানমন্ত্রী অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে থাকে।
তিনি গত সোমবার উপজেলা পরিষদে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত বিশেষ চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন। অনুষ্ঠানে ২৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে এ অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, ট্রাফিক পুলিশের ইনচার্জ জিল্লুর রহিম, ইউপি চেয়ারম্যান এহসানুল হক, গাজী মো. ইদ্রিস, শাহীনুল ইসলাম শানু, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, এম এ হাসেম, রনবীর ঘোষ, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে ফ্রান্স অর্থোপেডিকস টিম
পরবর্তী নিবন্ধখেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা