প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ ১৪ ডিসেম্বর

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। এর আগে দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন আগামী ১৪ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বয়স ৬৭ বছর হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী এ বয়সমীমা পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন প্রধান বিচারপতি। খবর বিডিনিউজের।

দেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অবসরের আগে সৈয়দ রেফাত আহমেদের এটি সবশেষ অভিভাষণ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে বলা হয়, ১৪ ডিসেম্বর রোববার বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতির দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। ১০ আগস্ট হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ এই বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার পরদিন তিনি শপথ নেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর ডা. মাহবুব কামাল চৌধুরী
পরবর্তী নিবন্ধমোহাম্মাদ আইয়ুব প্রগ্রেসিভ পলিটেকনিক ইনস্টিটিউটের পুনরায় চেয়ারম্যান