প্রধান উপদেষ্টার হাত থেকে পিএইচ.ডি সম্মাননা নিলেন ড. মৌলানা মকছুদুর রহমান

চবির ৫ম সমাবর্তন

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন গত ১৪ মে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পিএইচ.ডি ডিগ্রিপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। এদের মধ্যে অন্যতম হলেন মির্জাখীল দরবার শরীফের উত্তরসূরি, . মৌলানা মোহাম্মদ মকছুদুর রহমান। ড. মোহাম্মদ মকছুদুর রহমান ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মৌলানা আবদুল হাই : এন এরূডাইট জুরিস্ট অ্যান্ড সেইন্ট শীর্ষক গবেষণার জন্য পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। এর পূর্বে তিনি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ থেকে হজরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি (.) অ্যান্ড হিস অড অ্যানকাউন্টারস ইন সুলতানাতবাংলাদেশ : মির্জাখিল দরবার শরিফএ কেস স্টাডি শীর্ষক গবেষণায় এম.ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি তাঁর শিক্ষা জীবনে মাদ্রাসা বোর্ডের দাখিল, আলিম, ফাযিল, কামিল (হাদীস শরীফ, ফিকহ ও তাফসীরুল কোরআন) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ও এমএ পর্যায়ে সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের অনন্য কৃতিত্ব অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনারকে আঞ্জুমানের অভিনন্দন
পরবর্তী নিবন্ধবাফুফের ফুটবল স্পন্সর জাপানের মলতেন