প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছি : ফখরুল

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের একশ দিন পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের কোনো রূপরেখা না থাকায় হতাশার কথা শুনিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুহাম্মদ ইউনুসের ভাষণের বিষয়ে প্রতিক্রিয়ায় গতকাল সোমবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটা ক্রান্তি সময়কাল আমরা পার করেছি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন। ভালো হয়েছে। অনেকে আশান্বিত হয়েছেন। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে, প্রধান উপদেষ্টা মহোদায় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দেবেন। খবর বিডিনিউজের।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, রূপরেখার কথা কেন বলছি, কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, তা ইমমেটিরিয়াল। আজকে যারা বাংলাদেশর ক্ষতি করতে যাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে দিতে চাচ্ছে, তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের (নির্বাচিত সরকার) পেছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে।

গত রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনি সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত রোডম্যাপ ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এজন্য প্রয়োজনীয় সময় চেয়ে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেন। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংস্কার আমরা অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটা যেভাবে করলে সকলের কাছে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান, এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি, বরং প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়ে গেছি। যদিও আপনাদের সচিবালয়ে সেখানে সমর্থন কেউ শুনে না। স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরা বসে আছে। কীভাবে কাজ করবেন আপনারা? কী সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবে না আপনাদের। সমস্ত আমলা বসে আছে বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোসর, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি না। এগুলো একটু দৃশ্যমান করেন।

ফখরুল বলেন, আমরা বলতে চাই, দ্রুত নির্বাচন হওয়াটা দেশের জন্য মঙ্গল। কেন বলছি, সেটা আমাদের অভিজ্ঞতা থেকে। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই। এরা তো নির্বাচিত সরকার নয়। এর পেছনের শক্তিটা কোথায়? এজন্য এই সরকারকে চিন্তা করতে হবে, যে প্রয়োজনীয় সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেন, যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে, আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সে সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ১/১১ সময়ে ফখরুদ্দিনমইন উদ্দিন এর সরকার কিংস পার্টি করার চেষ্টা করেছিল, ক্ষমতায় থেকে দল করবে, মানুষ সেটা নেয়নি। তারা নির্বাচন দিয়ে পালিয়েছিল।

মাওলানা ভাসানীর বর্ণাঢ্য জীবনকর্মের কথা তুলে ধরেন সবাইকে তার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

পূর্ববর্তী নিবন্ধশুধু নির্বাচন দেওয়াই অন্তর্বর্তী সরকারের কাজ নয় : নাহিদ
পরবর্তী নিবন্ধস্পিকারের দায়িত্ব-ক্ষমতা পেলেন আসিফ নজরুল