প্রধান উপদেষ্টার কাছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি পেশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রশিক্ষকপেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ রহিম উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জয়নাল আবেদীন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রহিম উল্লাহ, প্রকৌশলী এস এম তারেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র সুরক্ষা, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উচ্চশিক্ষায় ভর্তির সুযোগসহ সাত দফা দাবি উত্থাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ছাত্রলীগ নেতা টুটুল গ্রেপ্তার