প্রধান আসামি মোবারক হোসেন গ্রেপ্তার

ফুল মিয়া হত্যা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

নগরে ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত সোমবার পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বায়েজিদের মাইজপাড়ার মো. ফয়েজ আলীর ছেলে।

র‌্যাব৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবার নিয়ে নগরীর বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

২৮ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে ফুল মিয়ার সঙ্গে বাসার মালিক মোবারক হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়ার মরদেহ কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মোবারকসহ ৭ জনকে আসামি করে একটি মামলা করেন।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, ফুল মিয়া হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোবারককে বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজাগামী ফ্লোটিলার ১৩০ জনকে জর্ডানে পাঠিয়েছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গাঁজা গাছসহ কারবারি আটক