অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলতে বাধা নেই। এ সংক্রান্ত উচ্চ আদালতের কাগজসহ আদালতের কাছে একটি আবেদন করেছে প্রদীপের আইনজীবী। এ আবেদন বিষয়ে গতকাল শুনানি করে আগামী ৪ এপ্রিল প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মুছা আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন প্রদীপের আইনজীবী। কিন্তু সম্প্রতি তারা উক্ত আবেদনটি নট প্রেস করেছে এবং সেটি আমাদের আদালতকে জানিয়েছে। সে অনুযায়ী আগামী ধার্য তারিখে স্ত্রী চুমকির পাশাপাশি প্রদীপেরও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
আদালত সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ-চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়। এর আগে গত বছরের ৭ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে প্রদীপ-চুমকির এ মামলা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি করা হয়। তারও আগে গত বছরের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল হয়। যেখানে ২৯ জনকে সাক্ষী রাখা হয়।












