চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য পদে শফিকুল ইসলাম চেয়ারম্যান নাম নিয়ে ধোঁয়াশায় পড়েছেন পটিয়াসহ জেলার বিএনপি নেতাকর্মীরা। গত ৬ মে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৯ নং সদস্য পদে শফিকুল ইসলাম চেয়ারম্যানের নাম উল্লেখ করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের কর্মী–সমর্থকরা অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেন। অন্যদিকে একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের কর্মী–সমর্থকরা নিশ্চুপ থাকলেও গতকাল নতুন জেলা কমিটির পরিচিতি সভায় চিঠি পেয়েছেন বলে জানান হাবিলাসদ্বীপের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ২২ মে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় দলের পক্ষ থেকে আমাকে সদস্য হিসেবে উপস্থিত থাকার জন্য চিঠি দিয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রথমে এই বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা থাকলেও এখন তা কেটে গেছে। পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামকেই দক্ষিণ জেলা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, এখানে ধোঁয়াশার কিছু নেই। হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য।