নগরীর ডবলমুরিং থানাধীন পানওয়ালা পাড়ায় স্থানীয় এক ব্যক্তিকে ছিনতাই, পরে ওই ব্যক্তি অভিযোগ করলে তাকে পুনরায় মারধরের অভিযোগে অস্ত্র ও সহযোগীসহ মো. সাব্বির আহম্মদ (২৬) ওরফে ‘সাব্বির ভাই’ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলশ। গতকাল সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো ছোরা এবং ছিনতাইকৃত ২টি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাব্বির সবুজবাগ এলাকার ত্রাস হিসাবে পরিচিত। গ্রেপ্তার হওয়া সহযোগীর নাম রাকিব উদ্দিন (২০)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে সাব্বির ও রাকিব। তাদের চিনে ফেলায় ভিকটিম স্থানীয়ভাবে অভিযোগ করে ছিনতাইকৃত মোবাইল ও নগদ অর্থ ফেরত চাইলে তাকে পুনরায় মারধর করে ছিনতাইকারীরা। পরে বিষয়টি আমাদের জানালে আমরা পানওয়ালা পাড়া থেকে সাব্বির ও রাকিব দুইজনকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।’ ওসি বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে এর আগেও তিনটি মামলা রয়েছে।